গুনিকবি:
তুমি কোথাকার কে হে বাপু 'হরিদাস পাল'?
কথায় কথায় কবিদের দাও যে খালি গাল?
'অভিভূত','বিমুগ্ধ' মন্তব্য দাওনা কবিতা পড়ে,
খালি খালি খুঁত ধরো ভালো কবিতার তরে!
হোক না বানান ভুল তোমার তাতে কি ?
জ্ঞান তো তোমার লবডঙ্কা জানা আছে কি?
শব্দের ভাণ্ডারে শুনেছি তো ব্যাংকরাপ্ট
শব্দের ব্যবহার নিয়ে তবে কেন তড়পাও?
ভালো লিখতে গেলে গুণীদের কবিতা পড়ো,
হতে যদি চাও তুমি তাদের মতো বড়ো!
হরিদাস পাল :
কি করবো বলো কবি কলম যে শুকালো,
শব্দের অভাবে ছন্দ যমের বাড়ি গেলো !
মনটা যে নিয়ে গেছে দুষটু কোলাব্যাঙে,
কলমটা নিয়ে পালিয়েছে কাকে আর চিলে!
আমার জমানো শব্দ তারা নিয়েছে যে গিলে,
অসাধারণ কবিতা লেখা তাই হয়েছে ঢিলে !
হরিদাস পাল তাই হাবুডুবু খায়
কানমলা খেয়ে তাই ক্লেভারিং যায়!
ধন্য হে গুণী কবি ধন্য হে তুমি,
দুর্বোধ্য শব্দে উর্বর কবিতার ভূমি!
মন ভরে করো তুমি কবিতার সৃষ্টি ,
হরিদাস লিখে যাবে টক ঝাল মিষ্টি !