জানতাম আগে তুমি ছিলে কাঁটাবনবিহারিণী
জানিনা কেমনে হলে তুমি মায়াবনবিহারিণী !
কি যেন তোমার চোখে দেখেছিলাম এক জাদু ,
প্রেমে পড়ে বিয়ে করে এখন খাচ্ছি হাবুডুবু !
বরের সাজে দিব্যি গেলাম শোলার টুপি পড়ে ,
শোলার টুপি এখন লোহার হলো ভুলি কেমন করে ?
সকালেতে বাজার যাই বেজার মুখ করে
মুখেতে নেই হাসি আর আগের দিনের তরে!
বাজার থেকে ফিরলে পড়ে বলো পেয়াঁজ খাজা
শিখলে না আর করতে বাজার মাছটাও পচা !
অফিসে যাবার আগে বললাম একটা চুমু হয়ে যাক
মুখ ফিরিয়ে বললে সে অনেক হয়েছে থাক!
দিল্লির লাড্ডূ খেয়ে যদিও পস্তাচ্ছি ভাই
লাড্ডূ না খেয়ে পস্তানোর চেয়ে ভালো আছি তাই !
তোমাকে ছাড়া আমার আর যে গতি নাই ,
নিউ জার্সিতে গাড়িতে বসে তোমাকেই যে চাই !!