হৃদয় ভরিয়ে ছন্দ হরিয়ে
মোরে আরো আরো দাও সম্মান
তব কবিতায় তব কবিতায়
মোরে আরো আরো দাও আলো
লেখার কলমে প্রভু তোমার করুণা ঢালো
ছন্দে ছন্দে থাকি যেন জীবনের সুরে
শব্দে যেন আমার কবিতা যায় ভরে
তুমি আরো আরো দাও মান
দাও তোমার ধরতে দুটি চরণ
আরো বেদনা আরো চেতনা
জেগে উঠুক মোর প্রাণে
আমার সমস্ত বাঁধা টুটায়ে
মোরে দাও প্রেরণা আরো প্রেরণা
লিখতে ভালো কবিতা আর ভালোবাসতে কবিতা
আমি ডুবে যাবো সুধাধারে
আশীর্বাদ চাহি প্রভু তোমার তরে!!