নানা-রকম দোষে ভরা আমার আজেবাজে লেখা
প্রবীর কবি ক্ষমা তাই চায়
কবিতা লেখা হলো সারা শব্দপতনে গেছে মারা
পাঠ করা হয়েছে যে দায়
তবুও পাঠক গণ শোনো লিখি তোমাদেরই তরে
আমার মনের কথা লেখা
মনোযোগ দিয়ে মোর কবিতাটি পড়লে পরে
কিছুটা তো হবে শেখা?