ঘরের গভর্নমেন্ট চলে 'হার মাজেস্টি'র হুকুমে ;
বয়স অল্প তাই প্রেমে খাচ্ছ হাবুডুবু !
সংসার কোরলে বুঝবে ঠেলা !
যতদিন পারো প্রেম করে চালিয়ে যাও !
বিয়ে এড়িয়ে যাও!
ঘরের পর্দা কি রঙের হবে ,
সুক্ত না ছেঁচকি রান্না হবে সব ঠিক করবে
হার ম্যাজেস্টি !
বিয়ে কোরলে নিজেই বুঝতে পারবে ;
হার ম্যাজেস্টি গভর্মেন্ট এ আর যাই থাকুক ,
লিডার অফ অপোজিশন নেই !
নতুন সভ্যতা,নতুন দৃষ্টিভঙ্গি
স্ত্রী এখন সখি , স্বামী এখন সখা
কেও কারুর ওপর এখন নির্ভর নয় ,
পতি পরম গুরু ভুলে যাও ,
এটাই এখন মধুর সম্পর্ক !
স্ত্রী এখন খালি বান্ধবী - প্রিয়বান্ধবী
বেশি আশা করে ফল নেই !
জীবনযাত্রার উপচার ব্যয়সাধ্য !
মাসের শেষে তাই চেক টা তৈরী রেখো !
পাঁচটা স্বামী থাকতেও
দ্রৌপদীর ছিল কৃষ্ণ
সংকটে শরণ্য ,
সম্পদে স্মরণীয় !