ভুলে গেছি নাম তার ভুলেছি পরিচয়
সেই চোখ দুটি আমি ভুলতে পারিনি
সে ছিল অনুপমা,সে অনন্যা;
সে অনুরাধা,সে ছিল অনুশ্রী ;
সে যে অপর্ণা,সে যে অপলা,
সে উজ্জলা এক উর্বশী !
আমার তৃষা তোমার জন্যে পাগল আমার কনীনিকা !
দুই বা তিন লাইনের কবিতা নয়,
লিখবো পুরো একটা বই তোমার জন্যে
একবার অন্তত এসে বলো আমায় ভালোবাসো
আমার কাদম্বরী !!!!'