শুনো শুনো কবিগণ,শুনো দিয়া মন,
আসরের বিচিত্র লীলা আজ করিব বর্ণন !
কবিতা লেখার নেশায় কবি হয় লয়,
জ্ঞানী গুণী কবি যারা তাদের কবি কয় !
সুযোগ পেলেই জ্ঞান দিয়ে গুণী কবি বলে,
এটা কবিতা নয় ফেলে দাও বরঙ জলে !
ইন্টারনেট,গুগুল মামা আর মুঠো ফোন,
জানি কবিদের লেখায় যে তারাই বাহন !
মাঝে সাঝে আসরেতে রাখি আমি চোখ,
কাহারে মন্তব্য করি,কাহারে বা পোক !
সকালেতে ব্রেকফাস্ট,রাতেতে ডিনার,
লগইন করিলেই ভুলিবে আহার !
আহা যদি থাকতো আগে এইসব স্কিম,
ডায়েট কন্ট্রোল করে হয়ে যেতাম স্লিম!
কতনা বিচিত্র কবিতা নিত্য হয় পোস্ট,
অনিচ্ছা স্বত্তেও গিলতে হয় সেই টোস্ট !
অভিভূত,বিমুগ্ধ,দারুন মন্তব্য লিখি রোজ,
অন্যকে দিই যে মত নিজের নাহি খোঁজ !
প্রোফাইল এ দেখি সব নতুন পিকচার,
বিচিত্র ভঙ্গিমায় হেরি যত অনাচার !
ছদ্মনাম ব্যবহারে পাইনা কোনো চার্ম,
মহিলা না পুরুষ কবি ,নই কনফার্ম !
কবিতা লেখো রাত জাগি,যদি থাকে শখ,
নাহইলে একাউন্ট শীঘ্র হয়ে যাবে লক !
নানা মুনির নানা মত আলোচনা সভায়,
মাথাটা মোটা মোর কিছু বুঝিনা মহাশয় !
ক্ষমা ঘেন্না করে, পড়ে মোর কবিতা,
কিছু একটা লিখো দিয়ো মন যা চায় তা !
কিছু কবির দিতে দ্বিধা মন্তব্যের উত্তর
ধার ধারে না সৌজন্যের পাইনা সদুত্তর !
জয়ধ্বনি করি গুণী কবিদের পুজি যে চরণ,
অকবিতা লিখতে আমায় করোনা বারণ!!