আমি বাংলায় গান গাই ,
রবীন্দ্র নজরুল ধুইয়া খাই !
আমি মানব সেবায় ঢালিয়া চিত্ত ,
গরিবের মাথায় কাঁঠাল ভাঙি নিত্য !
ভোটের লাগি বাড়ী বাড়ী যাই ,
অনুদানের নামে ঘুষ খাই !
টেবিলের নীচে কত কি করিতে হয়,
তবে তো লোকে বুদ্ধিজীবী কয় !
ভেঙে গেলে যে মেরুদন্ড,
দেশটা হবে যে লন্ডভন্ড !
দেশের পুলিশ এখনো ভরসা পান
বদলি হবেনা করিলে নেতার জয়গান !
লাঠে তুলে অবাধ নির্বাচন ,
মিথ্যে কথায় ভোটের পাঁচন !
ডাকলো নেতা পাড়ার ওঝা ,
ওঝা বলিল 'আখেরে গোছা' !
ইলেকশন যেই ফুরালো,
নেতা কেটে পড়লো !!!