আজগুবি নয়,ভোজবাজি নয়,শোনো মনের কথা,
কলমের সঙ্গে যুদ্ধ করে গায়ে হলো ব্যথা !
শব্দ খুঁজে বেড়াই আমি,তাও জানোনা বুঝি?
গুগুল সার্চ করে আমি, পেলাম কিছু পুঁজি !
লেখার পুঁজি,পড়ার পুঁজি,পুঁজি চমৎকার,
কবিতা লিখতে গিয়ে আমি খুঁজি বারংবার!
অবশেষে লিখলাম পুঁজির শব্দ ঘুরে ঘুরে,
কবিতা এক দাঁড় করলাম বেয়ারা এক সুরে!
যার সঙ্গে যুদ্ধ করে গায়ে হলো ব্যথা,
কবিতা লিখে মনের মাঝে জাগে প্রসন্নতা!
মোদ্দা কথা মন্তব্য পাওয়া যদিও আমার লক্ষ্য,
দিব্যি খেয়ে বলছি আমি মন্তব্য পেলাম মোক্ষ !