স্বামী:
এই যে শোনো      শালীর বোন
      শোনো শ্বাশুড়ির বেটি
হটাৎ আমি        হড়কে গেলে
      পাবেনা মাছের পেটি!
স্ত্রী:
আর আমি যদি     সটকে যাই
        জুটবেনা যে ভাত
পেটি তখন       খেতে পাবেনা
         হবে কুপোকাত!
স্বামী:
তেলে আর জলে    মেলেনা যেমন
         সেই হোচ্ছ তুমি
জীবনের সবচেয়ে      ভীষণ  ভুল
         শুধু তুমি খালি তুমি!
স্ত্রী:
এতই মনে যখন        দ্বন্দ্ব তোমার
         জীবন নিরামিষ
শোনো দেওরের       ভাইটি আমার
         দাওনা তবে বিষ!
স্বামী:
আরে আরে শোনো     চটছ কেন
          তোমারি করি কেয়ার
তুমি ছাড়া যে         আমার জীবন
          সবটাই তো বেকার!
স্ত্রী:
রাতের বেলায়       বিছানাতে খালি
          জাগে প্রেমের কথা
আদর তখন        উথলে পরে  
           ভোলাতে চাও ব্যথা!