মানুষের চরিত্র
বোঝা যায় তখন ,
যখন তুমি
দুর্বল ও নিপীড়িত !
তোমাকে সত্যিই কি
সে অনুপ্রেরণা দিয়ে উজ্জীবিত করে ?
অথবা
সে তোমার দুর্বলতাকে কাজে লাগায় ?
তোমাকে উত্তোলন করাটা হতে পারে
মানসিক অথবা আবেগপূর্ণ !
আবার
শারীরিক ও আর্থিক শোষণ ও হতে পারে !
যদি তোমার জানা থাকে
সঠিক বোঝবার ক্ষমতা ,
পেয়ে যাবে এর সঠিক উত্তর !