ভালোবাসা হলো অগ্নিনদী!
যদি পেতে চাও এ নদীতে ঝাঁপ দাও !
শত ইচ্ছার মূল্য মৃত্যু!
তবুও পাবার জন্যে কেন হয় আকুল আখাঙ্খা ?

প্রেমিকা তুমি ভীত কেন ?
আমার মৃত্যুর জন্যে কেও করবেনা তোমাকে দায়ী !
আমার চোখ দিয়ে শুধু ভেসে যাবে রক্তের স্রোত !

যখন ভালোবাসা ছিল
দেখিনি জীবন ও মৃত্যুর মধ্যে
সামান্যতম পার্থক্য !
সরাইখানা থেকে বেরিয়ে যাবার সময়
প্রবেশদ্বারে আরো অনেক হতভাগ্যকে
সেই অগ্নিনদীর নির্দয় দহনে দেখেছি
পলে পলে দগ্ধ হতে!

ভগবানের দোহাই!
আমার কফিন খুলে দেখতে যেয়োনা
আমার বুকের ভেতরে বিঁধে থাকা নির্দয় তীরটা ,
অপসারণ করার বৃথা চেষ্টা করোনা !

হে কবি !
পারতো আমাকে নিয়ে একটা কবিতা লিখো
আমার মর্মস্পর্শী মৃত্যুর কাহিনী নিয়ে !
কাগজ কলম রেখে গেলাম তোমার জন্যে !
তোমার কবিতা হয়ে উঠবে রসঘন !