এইতো আমি এসে গেছি,
তোমার খুব কাছাকাছি !
যা পাই তাই খেয়ে বাঁচি ,
সবকিছুতেই আমার রুচি !
যখন নাকের ওপর চড়লো বসে,
মনে হলো চাপড় তারে মারি কষে!
এমন সময় যেই পেলো হাঁচি ,
উড়ে গেলো সে আমি বাঁচি !!
টিকটিকিটা লুকিয়ে ছিল
খিদেতে পেট জ্বলছিল !
দেয়ালে মাছি বসলো সুখে ,
খপাৎ করে ভরলো মুখে!!