চুরি হয়ে গেলো এক লেখিকার দাম্পত্য জীবন ,
সম্পর্কের একটি অধ্যায় হলো যেন সমাপন !
নিষ্ঠায় গড়ে তোলা একটি ভাস্কর্য্য অনবধানে
হাত থেকে পড়ে হটাৎ ভেঙে গেলো কোনোখানে !
ক্ষতচিহ্ন, অশ্রুধারার দাগ রয়ে গেলো হৃদয়ে ,
টুকরো গুলি কুড়িয়ে রাখলেন সযত্নে সরিয়ে !
ধমনীর স্রোতে এক হয়ে যাওয়া বরণডালা,
ডিভোর্স শব্দের প্রবল ঝরে ভেঙে হলো ফালা!
সবশেষে কবিতায় বাঁধলেন তাঁর স্থায়ী বাসা ,
কবিতাই স্বপ্ন,কবিতায় দুঃখ,কবিতাই মনের ভাষা !
জেনে নাও তাঁর নাম বাঙালির গর্ব "নবনীতা দেব সেন"
ভালোবাসার সঙ্গী ছিলেন নোবেলজয়ী "অমর্ত্য সেন !