দেখলাম মন দিয়ে
আবোলতাবোল খুঁজে
সুকুমার রায় ছড়া লিখতেন
চিন্তা মাথায় গুঁজে
ভালোবাসতেন তিনি
আলুর দম খেতে
বৃষ্টিতে ভিজে নাকি
খেতেন চেটে চেটে
মাছি মারবেন কি করে
চিন্তা দিনরাত
সেই চিন্তায় ঘুম হতোনা
হতেন কুপোকাত
হেডঅফিসের বড়োবাবুকে
করলেন তিনি শান্ত
সামনে তাঁর আয়না ধরে
হলেন তিনি ক্লান্ত
রেগে গিয়ে ভীষম খেয়ে
বললেন আমার নাম বটে
কটমটিয়ে তাকান যখন
সবাই পালায় ছুটে
একদিন গরমের ঠেলায়
হটাৎ গেলেন ক্ষেপে
কলমের দোয়াত উল্টে দিলেন
গায়ে কালী মেখে
বেড়াতেন তিনি নাকি
ঠেলা গাড়ি চেপে
গড়ের মাঠে গঙ্গার ধারে
যেতেন হাওয়া খেতে
তারপরেতে গঙ্গার জল
মাথাতে ছিটিয়ে
আবোলতাবোল লিখতেন
চানাচুর চিবিয়ে
বিজ্ঞানের ছাত্র হয়ে
ছড়াতে অনন্য
সেই ছড়া পড়ে আমি
হলাম যে ধন্য
কবিগুরুর প্রিয় 'তাতাবাবুর'র
মাথায় উদ্ভট চিন্তা
আর সেই শব্দ সৃষ্টি করে
লিখলেন ছড়া কবিতা
সুকুমার রায় মানেই
খেয়াল রসের রাজা
মনটি আমার বিষাদ হলে
দাও যে করে তাজা
(ঠিক তাই | মন ভালো না থাকলে 'আবোলতাবোল' নিয়ে বসে যাই আর তার সেই আজগুবি কল্পনা সমৃদ্ধ আশ্চর্য কবিতা পড়ি আর সত্যি সত্যি মন ভালো হয়ে যায় |)