ধনীকন্যা শিখা কে দারিদ্রের মধ্যে
টেনে আনতে চায়নি সুখেন |
দূরদেশে যেতে হবে তাকে জীবিকার সন্ধানে
দেখা হবে না আর কোনোদিন |
শিখার প্রেম গভীর
যাকে সে ভালোবেসেছে মনপ্রাণ দিয়ে
তার বিরহে সে প্রানধারণ করে কি করে ?
ঐশ্বর্য্য সম্ভার তার কাছে তুচ্ছ |
হে নিষ্ঠূর!
যদি ফেলে যাও আমাকে
পায়ে দলে দাও কোমল হৃদয় ,
জেনো মৃত্যু অবধারিত |
বাহুবেষ্টনে আবদ্ধ করলো শিখাকে
দুটি সদ্য ফোটা পদ্মের মিলন হলো
আকাশে দেখা দিলো পূর্ণিমার চাঁদ
শেষ হলো প্রণয় কাহিনী |