হৃদয়হীন নারী 'সুচরিতা' !!
কত স্বপ্ন দেখেছিলো তাকে নিয়ে ,
মনের মতো করে তাকে গড়েছিল
কান্ডজ্ঞানহীন 'দিব্যেন্দু' !
কবে কি বলেছে সুচরিতা
ইডিয়ট দিব্যেন্দু মনে করে বসলো
ওর প্রেমে পড়েছে |
পুরোটাই নাকি ছিল "FUN"
'ফান'ই বটে |
স্নেহ নয় ,প্রীতি নয় ,
শোভা-গন্ধ বিমোহিত
হৃদয়াবেগের বাষ্পমাত্র নয় |
শুধু ছিল কৌতুক |
শহর ছেড়ে চলে গেলো দিব্যেন্দু
পশ্চাতে ফেলে রেখে গেলো
শতধাবিদীর্ণ হৃদয় |
এই হৃদয়হীন নারীর ছলনাতে
বিভ্রান্ত হয়েছিল দিব্যেন্দু |
গভীর বেদনা, দুঃখ ও লজ্জা নিয়ে
চলে গেলো সে চিরকালের মতো |
অনন্ত আকাশের তারকাশ্রেণী
যারা অনিমেষ নয়নে তাকিয়ে থাকে
এই ধরিত্রীর দিকে ,
তারা সাক্ষী হয়ে রইলো
এই সকরুণ কাহিনীর |