ভাগ্য লেখকের কাছে করি একটি প্রার্থনা !
আমার বন্ধুর কপালে হাসির ভাগ্য লিখে দিও ;
যেন মনে কখনো সে ব্যথা না পায় |
তাতে যদি লিখতে হয় আমার প্রাণ ;
তবে তাই লিখে দিও |
আমার মৃত্যুর পরে
যদি আমাকে সে স্বপ্নে দেখে ,
তাহলে যেন কবিতার পাতার মধ্যে
শুকনো গোলাপ হয়ে দেখে |