জাহানারার জীবন বেদনাবিধুর |
স্বেচ্ছায় বরণ করলেন
পিতা শাজাহানের সহবন্দীত্ব |
সীমাহীন বিশ্বাসঘাতকতার ঘন অন্ধকারে
জাহানারা রইলেন অচল, অটল,
অকম্পিত দ্বীপশিখার মতো দীপ্তিময় |
শরৎ,হেমন্ত ,শীত চলে যায় হতাশ্বাসে |
বন্দি জীবনে গত হয় এক একটি বছর
কর্মহীন অবসরে
জাহানারা কবিতা রচনা করেন আপন মনে |
পিতার জীবনের অন্তিম দিন পর্যন্ত্য
পরিচর্যা করলেন
অমিত নিষ্ঠা ও ধৈর্য সহকারে |
অবশেষে রমজানের এক পুন্য তিথিতে
মৃত্যুর শীতল ক্রোড়ে
মুক্তিলাভ করলেন বন্দিনী জাহানারা |
তাঁর সমাধির ওপর উৎকীর্ণ করা হলো
তাঁরই রচিত একটি কবিতা |
"বেগায়র সবজা না পোষাদ কসে মাজারে মারা
কে কবর পোষে গড়িবান হামিন গিয়াহ বসস্ত "
অনুবাদ :-
"একমাত্র ঘাস ছাড়া আর যেন কিছু না থাকে আমার সমাধির ওপরে
আমার মতো দীন.অভাজনের সেই তো শ্রেষ্ঠ আচ্ছাদন "