কপোতাক্ষ চোখ দুটিতে
স্বচ্ছ প্রাণের ভাষা
নয়ন ভ'রে দেখেছি তারে
স্বপ্নের ছবি আঁকা !!
দেখেছি সেখানে আমি
স্নিগ্ধ শীতল ছায়া
দেখেছি চোখ মেলে সেথায়
শরৎ মেঘের মায়া !!
উদাস উদাস চোখে
পুলক আছে ভ;রে
দীঘল কালো দু-নয়ন
ভুলি কেমন করে ?
মিষ্টি মেয়ে আর তার
অধরভরা হাসি
তাইতো তোমায় মিষ্টি বন্ধু
এতো ভালোবাসি !!