অতি আধুনিকা
স্বামীর হৃদয়ের ত্রাস
পরের স্বামীর হৃদয়ে আনে চাঞ্চল্য
গৃহ সজ্জায় সুরুচির পরিচয়
পলিটিকাল ইকনমির মতো
দাম্পত্য জীবনে ডিভিশন অফ লেবার
স্ত্রীর অংশ কথা বলার
স্বামীর অংশ কথা শোনার
দুজনেই বক্তা হলে
গার্হস্থ স্বাস্থ রক্ষায় নিদারুন বিঘ্ন ঘটে
স্বামীর গরবে গরবিনী অতি আধুনিকা
স্বাচ্ছন্দে পার্টিতে বসেন পুরুষ বন্ধুদের সঙ্গে
সঙ্গে জিন শেরি শ্যাম্পেন
কথার চাইতে ন্যাকামি বেশি
পুরুষের সঙ্গে করে নির্জলা ফ্লার্ট
হার মাজেস্টিস গভর্মেন্ট এ
আর যাই থাকে
লিডার অফ অপোজিশন নেই !!