গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম
কাজলনয়না দুটি চোখ
মাঝে ছিল ছোট্ট একটি টিপ্
পৃথিবীতে প্রকৃতি যদি রাত না দিতো
তাহলে স্বপ্ন হতোনা দেখা |
রাতভর চোখের জলে হলো কত কথা
সে বলে গেলো ভালোবাসে আমায়
হটাৎ গেলো ঘুম ভেঙে
আর যদি ঘুম না আসে
আর কি কখনো পাবো তার দেখা ?