এই সুদূর প্রান্তে
তোমার কবিতা পড়ে
চেয়েছি শুধু তোমাকে জানতে
ক্ষতি কি ?
জানি তুমি অনন্য
দু'চোখে অনন্ত
কিন্তু মনটা যে আমার দুরন্ত
ক্ষতি কি ?
রেখোনা মনে দ্বন্দ্ব
হবোনা তোমার প্রতিবন্ধ
যদি দিগন্ত জুড়ে স্বপ্ন চড়াই
ক্ষতি কি ?
অন্তবিহীন সন্ধানেতে
যদি হাত বাড়াই
আর সঙ্গে মন হারাই
ক্ষতি কি ?