মদিরা ও কবিতা
যেন প্রেমিক ও প্রেমিকা |
হেঁটে চলে দুজনে
হৃদয়ের গহীনতম অরণ্যে |
মদিরা তাই আশীর্বাদ !
মদিরা জাগায় মনের আগুন
আর সেই আগুন থেকে নির্গত হয়
ভালো ভালো কবিতা |
তাতে যদি কোনো অর্থ নাও থাকে
নেই তাতে আমার তোয়াক্কা |
চাইনা প্রশংসা ,চাইনা পুরস্কার
চাই শুধু মদিরা ও কবিতা |