এই বেশ ভালো আছি
শুধু কবিতার পাশাপাশি
লেখার তাগাদা নেই
মনেতে ভাবনা নেই
মতামত নেয়া নেই
মন্তব্য দেয়া নেই
মন দেয়া নেয়া নেই
কল্পনার বালাই নেই
শব্দ চারণা নেই
কলমটা খোঁজা নেই
ঝগড়া, তর্ক নেই
ভুল বোঝাবুঝি নেই
তাই বেশ আছি ভালো আছি
শুধু কবিতার পাশাপাশি