আমার ভালোবাসা থাকে
সাত সমুদ্র তেরো নদীর পারে
নেই কোনো আমার ময়ূরপঙ্খী
যে উড়ে গিয়ে দেখে আসি তারে !!
না তাকে আমি চোখে দেখিনি
চিনি শুধু তাকে তার নামে
নিঃশ্বাসে ভেসে ওঠে তারই নাম
কেঁপে ওঠে প্রতি হৃদয়স্পন্দনে !!
মনেই থাকবে মনের কথা
হবেনা কোনোদিন তাকে বলা
বলতে আমার বড় সাধ যায়
তবু করবো না কোনো ছলাকলা !!!
যদি আমার এই কবিতা পড়ে
তার মনে জাগে ক্ষনিকের শিহরণ
ভালোবেসে যাবো দূর থেকে
ভরে যাবে মোর হৃদয়ের বাতায়ন !!