আবেগের শাখাপ্রশাখা
আনে হৃদয়ে ঝড়
স্মৃতিতে থেকে যায় কিছু
না বলা কথা !

অনুভূতি উড়ে যায়
টর্নেডো হয়ে |
ভালোবাসা তবুও
শ্বাশত সত্য !

প্রত্যাশার মহাসাগরে
সমাহিত হয়
গভীরভাবে ছল করা সুখ |

অভিব্যক্তি ,
চিন্তার আবেগ ,
থেকে যায় হৃদয়ের ভল্টে
অকথিত , অনুদ্ঘাটিত !!