সব কবিতা লেখা হয়না
বেশিরভাগ যায় হারিয়ে !
পুরুষের লক্ষ লক্ষ শুক্রাণু ,
নারীর শত শত ডিম্ ,
কিন্তু জন্ম দেয় শুধু একজনের |
কেন এবং কিভাবে একটি কবিতা লেখা হয় ?
সে এক রহস্য কবির কাছে |
আকাশে তারার মতো
মনের মধ্যে পাখির ডানার মতো
ঝাপটাতে থাকে |
যেমন শুক্রাণু গর্ভাধান করে
মাত্র কয়েকটা ডিম্
ঠিক একইভাবে একটি কবিতার জন্ম হয় !!!