মেঘলা মেঘলা আঁখি তোর
আর পাহাড়িয়া সুর
নজর আমার তোর দিকে
থাকিস যে বহুদূর !
ঝর্ণা তলায় বসেছিলাম
অনেক আশা নিয়ে
ঘর করবো তোরই সাথে
মনটা তোকে দিয়ে !
উঠছে বেড়ে বুকের ভেতর
তোর-ই প্রেমের বীজ
বুঝেও কেন বুঝিস না রে
হাতটা ধরতে দেনা প্লিজ !
আমার মনের মধু ঢেলে
রাখবো তোকে আদর করে
নিবীড় আলিঙ্গনের মাঝে
বাঁধবো তোকে বাহুর ডোরে !
লুকোচুরি খেলিস নারে
ওই পাহাড়ি মেয়ে
দেরি আর সইছে নারে
বেলা যে যায় বয়ে