নির্জনতার অমেয় অভিলাষ বেডরুম !
মিলনের শ্রেষ্ঠ বিচরণ ক্ষেত্র বেডরুম !
ফুরফুরে মেজাজ আনে বেডরুম !
ভালোবাসার অন্তিম পর্যায় বেডরুম !
সব অশান্তির সমাধান আনে বেডরুম !
সারাদিনের ক্লান্তি দূর করে দেয় বেডরুম !
বেডরুমের চেয়ে বিকল্প আর কি হতে পারে ?
বিক্ষতভাবে ছড়িয়ে থাকা রাত্রিবাস
মনে করিয়ে দেয় নিশীথের স্মৃতি !
চার দেয়ালের মধ্যে বন্দি থাকলেও মনেতে বিস্বাদ আসেনা !
এনে দেয় এক দারুন রোমাঞ্চকর অনুভূতি !
কলাপীর ডাকে ঘুম ভেঙে যায়
ঊষার আলোকে নতুন করে ভরে যায় শরীরমন !