তোমার জোতির্ময়ী তরুণিমা শিহরণ জাগায় দেহে ও মনে ,
জিগীষা জাগায় স্নায়ুর ভেতরে কাছে নিবিড় ভাবে পেতে |
তিল তিল করে তোমার সৌন্দর্য উঠেছে গড়ে
তোমার কনীনিকা যেন উষারাগরঞ্জিতাতে ভরে |
তোমাকে পাবার আকুলতায় বিচলিত হিয়া,
তোমার কাকলীতে উদ্দীপ্ত হয় শিখা !
তোমার অঙ্গনা যেন ইন্দ্রদত্ত বিকশিত ,
যাতে আঁকা আছে তরুণিম ঋতুজিত |
অধরে তোমার কুন্ঠিত হাসি যেন লাজবতী লতা ,
আশাবরী রাগে ধ্বনিত হয় প্রাণহীন সব কথা |
তুমিই আমার সেই অপরূপা কল্পিতা ,
তোমাকেই কল্পনা করে লিখি আমি কবিতা |