যাদের কবিতা না পড়ে মন্তব্য দেবার সময় নেই তাদের জন্য )
কবিগুরু নজরুলের সঙ্গে দেখিনা তফাৎ
হৃদয় ভরিয়ে দিলে লিখে বাজিমাত |
ছন্দের কবিতা লিখতে তোমার জুড়ি নাই
কবিতার আসরে নাম করেছো তাই |
দুর্বোধ্য শব্দ ব্যবহারে মনে না রেখে দ্বন্দ্ব
বাহাদুরি কলমের কাঁপে হৃদপিন্ড |
ফাটাফাটি কবিতা নেই কোনো সংশয়
মুগ্ধ করলে তুমি হোক তোমার জয় |
প্রাণভরা কবিতাটি ছড়িয়ে দিলো বালা
মন আমার সৌরভেতে ভরলো খুশির মালা |
তোমার লেখার ধরণটুকু এতো ভালো লাগে
হৃদয় আমার ভরে গেলো গভীর অনুরাগে