ভালোবাসার রশ্মি হয়
অত্যন্ত উজ্জ্বল,সুন্দর আর তীব্র
দুর্দান্ত শক্তি তার ;
যেমন সূর্যের প্রখর রশ্মি
পাহাড় ও নদীর রং পরিবর্তন করে ,
ঠিক একইভাবে ভালোবাসার রশ্মি পারে
শরীর ও আত্মার রং পরিবর্তন করতে |
তার তীব্রতা এতই প্রবল
যে সে ফিরিয়ে আনতে পারে
ক্ষুদার্থ আর না-পাওয়াদের
মনে আশা আর অনুপ্রেরণা |
নিঃসঙ্গতা ভেঙে দিয়ে
এনে দিতে পারে নতুন জীবন |
বন্ধ করতে পারে তাদের
পতনশীল অশ্রু |
তাই বন্ধুগণ !
আসুন আমরা সেই ভালোবাসার রশ্মি দিয়ে
বিবেকের দরজায় করাঘাত করে
ক্ষুদার্ত শিশুদের মুখে ফোটাই একটু হাসি
আর তুলে দিই তাদের মুখে দুমুঠো অন্ন !