আসছে বছর আবার এস
নতুন রূপে মোদের প্রাণে ,
তোমায় নতুন করে করবো বরণ
শরতের ওই নতুন গানে |
কাটবে বছর সুখে দুখে
থেকো মনের মাঝে ,
সকল বাঁধা পেরিয়ে যাবো
নিত্য দিনের কাজে |
ঢেকে দিয়ো মা জননী
না-পাওয়াদের ক্ষতব্যথা ,
মুছিয়ে দিয়ো তাদের আঘাত
মনে কষ্টের গভীরতা |