সম্প্রতি বাংলা বানান সচেতনতা নিয়ে বেশ কিছু মূল্যবান লেখা চোখে পড়লো | বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই এ ধরণের লেখা সবসময় উৎসাহ যোগায় | অত্যন্ত শিক্ষামূলক |এই আসরে বেশ কিছু লেখক এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছেন | তাদের জানাই অভিনন্দন |আলাদা করে কারুর নাম করতে চাইছি না |যারা মন দিয়ে এই লেখাগুলো পড়বেন অবশ্যই উপকৃত হবেন | লেখাগুলো পড়লে মনে হয় বাংলা ভাষা ও বাংলা বানান সম্বন্ধে আমার নিজের জ্ঞান কত সীমিত | মাঝে মাঝে অত্যন্ত পরিচিত বানানগুলো মনে আসেনা | কি লিখবো ভেবে পাইনা |

আসলে আমরা সবাই এই ইঁদুর দৌড়ের যুগে জীবিকার সন্ধানে এমনভাবে ব্যস্ত থাকি যে পড়ার ইচ্ছে থাকলেও ধর্য্য ধরে তা পড়ার সক্রিয়তা থাকেনা | তাই গুগুলের দৌলতে অনেক খোঁজাখুঁজির পরে মাইক্রোসফট ওয়ার্ড এ যেমনভাবে ইংরেজি বানান চেক করা যায় তেমন একটা বাংলা বানান চেক করার লিংক খুঁজে পেলাম | যদিও এটা বিজ্ঞদের লেখাগুলোর বিকল্প বা প্রতিকল্প নয় এই লিংক তবু নেই মামার চেয়ে কানা মামা গোছের |
লিংক টি এরকম :-
http://www.stars21.com/spelling/bengali_spell_checker.html

পরীক্ষা করে দেখতে পারেন | লিংকটা খুললে দেখবেন একটা ঘর আসবে | আপনার লেখা কবিতা ওই ঘরে কপি পেস্ট করে দিন | দেখবেন কিছু বানান লাল রঙে লেখা |এবারে ওই লাল লেখাটির ওপরে ক্লিক করুন | সঠিক বানানটি পেয়ে যাবেন |অনেকের হয়তো এটা জানা আবার কারুর অজানা |

এই লিংকটি যারা কর্মজীবী বা অফিসে বসে কাজের ফাঁকে লেখালিখি করেন তাদের হয়তো কাজে আসতে পারে | সময়ের মূল্য অপরিসীম |সময়ের সদ্ব্যবহার খুব প্রয়োজন | তাই এই পদ্ধতি তাদের উপকারে লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস |মূল্যবান সময় বাঁচবে আর বানান ভুলটাও কম হবার সম্ভাবনা থাকবে |আমার এই ক্ষুদ্র প্রয়াস কারো সামান্য উপকারে আসলে নিজেকে সার্থক মনে করবো।