পুজোর প্যান্ডেলে কাউকে একটু ভালোলাগা ,
বড়দের আড়াল করে একটু তাকানো .
অঞ্জলি দেবার সময় বার বার চোখ খুলে দেখা
সে কি আমায় দেখছে ?
পুজোর সময় মেয়েদের ঝাড়ি মারার
সেটাই ছিল শ্রেষ্ঠ বয়স |
মুহূর্তগুলো ছিল বড় মধুর ,
স্মৃতি গুলো মনে করিয়ে দেয় সেই সুন্দর
চার পাঁচটা ক্ষণস্থায়ী দিনের কথা |
সুন্দরী মেয়েদের সামনে হিরো হিরো ভাব দেখানো,
আফটার অল ভলেন্টিয়ার বলে কথা !
তাদের দেখে কাজের ব্যস্ততা বেড়ে যেত |
শরতের বাতাসের সঙ্গে বোধহয়
প্রেমের এক গভীর সম্পর্ক আছে |
দুর্গাপুজোর গন্ধের সঙ্গে মিশে থাকে
বড় হওয়ার মধুর স্মৃতি ,
আজ যদিও তা শুধুমাত্র স্বপ্ন !!