(সব ক্ষুধার্ত, অপুষ্ট পুরুষ, নারী ও এই দরিদ্র, ক্ষুধার্ত বিশ্বের শিশুদের জন্য নিবেদিত ... আমার হৃদয় তাদের জন্যে কাঁদে )

আমি ঠিক করেছি
আজ খাবো না |
কারণ আমি জানি
আজ অনেকের খাদ্য
জুটবেনা |
আমার চেয়েও
তারা কম খেয়ে থাকবে ||