কোমলহৃদয় আমি একেবারেই নই |
তবু জানিনা আজ কেন সত্যিকারের
বেদনা অনুভব করলাম ;রাহুল' কে দেখে |
'রুবি রায়' আজ কোথায় জানিনা ,
নিশ্চয় এতদিনে তার যৌবন হয়েছে গত
দেহ হয়তো বিগতশ্রী , দৃষ্টি বিদ্যুৎহীন |
কোনো দুর্বল মুহূর্তে রাহুল এর কথা ভেবে
তার মন কি হয় উন্মনা ?
রাহুল পরিহাসকে ভেবেছিলো সত্য
ভালোবাসার খেলাকে ভেবেছিলো প্রেম |
তার এই মূর্খতার জন্যে জীবনে দিলো সে
চরম মূল্য আর আত্মত্যাগ |
বঞ্চিত করলো সাফল্য ও খ্যাতি থেকে ,
সর্ববিধ সুখস্বাচ্ছন্দ থেকে ,
বংশের ধারাকে করলো বিলুপ্ত |
রাহুল এর কুশল কামনা করে
রুবি রায় জ্বালবেনা তুলসীমঞ্চে দীপ |
অদর্শনবেদনায় চিত্ত হবেনা উদাস উতল |
রাহুল পাবেনা তার রোগশয্যাতে
রুবির উদ্বেগকাতর সুখস্পর্শ ,
গড়িয়ে পড়বেনা রুবির নয়নের উদ্বেল অশ্রুবিন্দু ,
পীড়িত হৃদয়ে বাজবেনা এতটুকু ব্যথা ,
মনে রবেনা ক্ষীণতম স্মৃতি |