জাস্ট কিছুদিন আগে ফিরেছি বিলেত থেকে
কাজ নিয়েছি এক বেসরকারি ফার্মে |
বাড়ি ফেরার পথে ট্যাক্সির জন্যে করছি অপেক্ষা |
অপ্রত্যাশিতভাবে একটি দামি গাড়ি এসে দাঁড়ালো ,
"আরে আমাদের বোঁচকা যে " !
তাকিয়ে দেখি ইস্কুলের ক্লাসমেট সিঁধু |
ক্লাসের সবচেয়ে বখাটে ছোড়া ছিল সে |
নামটি আমার পিতৃ বা মাতৃদত্ত দেয়া নাম নয়
পারিবারিক সম্বোধন ও নয় |
ইস্কুলে লাটিমের অধিকার, আমস্বত্বের অংশ ,
বিস্কুটের বন্টন নিয়ে মতবিরোধ |
এই ব্যাটা সিঁধু'র দেয়া নাম ,
উত্তক্ত করার অভিধা মাত্র |
এহেন সিঁধু'র একসঙ্গে তিনটে প্রশ্ন !!
"তুই এখানে কেন ?
বিলেত থেকে কবে ফিরলি ?
বিয়ে থা করেছিস তো ?"
সিঁধু ছিল তেলের কলের বিল কলেক্টর
মাইনে আঠারো টাকা |
কন্ট্রাক্টরি করে বিরাট পয়সার মালিক সে আজ ,
পরনে লাইট গ্রে রঙের শারকস্ক্রিনের মহার্ঘ স্যুট ,
পায়ে দামি বিলেতি জুতো |
একেই কি বলে 'ডেসটিনি' ?
আজ কোথায় সিঁধু আর কোথায় আমি
সিঁধু'র চোখে আজ ও আমি সেই বোঁচকা !!