মনের বিস্মরণ বেদনা ,
জীবনের সুন্দর মুহূর্তগুলি ,
সৃষ্টি করে কবিতার |
মনের সমুদ্রে নিমজ্জিত থাকে কবি-হৃদয়,
আর তাই থেকে হয় কবিতার উৎপাদন |
কবিদের বিশুদ্ধ হৃদয়ের কারুকার্যে
সঞ্চালিত হয় শব্দ ,
সেই শব্দ তৈরী করে
ধ্বনিতরঙ্গের মধুর যুগলবন্দী |
কবির স্বপ্ন,কল্পনা ও আবেগ
কবির মনকে করে পরিচালিত ||
প্রেম ও জীবন এই দুই জীবনীশক্তি
একসঙ্গে করে হৃদয়ের ভল্টে সহবাস |
গভীর মনের খবরগুলো পৌঁছে দেয়!
কলম দিয়ে চাষ করে সে
হৃদয়ের চারণভূমিতে
প্রতিফলিত হয় কবিতার পাতায় |