আমার ব্যথা
আমার
একার

আমি ভাগ করে নিতে চাইনা
কারুর সাথে,
তুমি আমাকে বশীভূত করতে চেয়ো না
প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও |

আমাকে
এটা সহ্য করতে দাও
একদম একা,
আমি চাইনা আমার মর্যাদা হারাতে |