সশ্রম - কারাদণ্ড
খাটতে আমি প্রস্তুত তোমাকে ভালোবেসে ,
নিয়ম না মেনে
জারি করতে পারি আমি ভায়োলেন্ট প্রেম ,
আমি চাইনা
আমার ভালোবাসা ন্যুড হোক জনতার সামনে ,
ভয় প্রচণ্ড মনে
ভালোবাসা অর্জনের থেকে রক্ষা করা কঠিন ,
তোমাকে পাওয়ার আশায়
ঝুঁকি ও ভালোবাসা মিশিয়ে হতে চাই বাঁধনহারা,
প্রতিটি পদক্ষেপে ত্রুটি
মোটা অংকের জরিমানা দিতে রাজি আছি ,
চোখের তলায় কালি ফেলে
নেতিবাচক জীবন নিয়ে বিনিদ্র রজনী যাপন করতে পারবোনা |
বিমূর্ত-ওষ্ঠ কেঁপে ওঠে
ডেটিং এর দিনগুলো স্মৃতিচারণ করতে গেলে ,
আমি বেপরোয়া
ভালোবাসার কূটকৌশল নেই আমার জানা ,
খালি পাশে থেকো
যেন সইতে পারি সব ঘাত-প্রতিঘাত !!
হে ঈশ্বর !
নতজানু হয়ে নিবেদন করি তোমাকে
প্লিজ আমায় বার্ধক্য দিওনা ,
ব্যান্ডেজ জড়িয়ে আঘাতের ক্ষত আমি সইতে পারবোনা ,
তার চেয়ে বরং
একটা ছুরি বিঁধিয়ে দিও আমার কলিজা-বরাবর
মাথা পেতে নেবো আমি বিলাপের সুরে !!!!!!!!!