যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম
প্রেম আমার কাছে এলো উদার হয়ে
একটি সুন্দর গোলাপের তোড়া যেমন
সাবধানে নিধন গুচ্ছ
রুপালি রেশমি সুতো দিয়ে বাঁধা
সোনা তেলা কাগজে আবৃত
বাতাসে প্রেমের হাওয়া |
আমাকে স্নান করালে
ভালোবাসার সুগন্ধ বৃষ্টি দিয়ে
আমার জ্বলন্ত শরীরে জ্বলে উঠলো
আমার ধিকিধিকি আত্মা |
চোখের আবেগ ,
বর্ষণকারী ঘূর্ণিঝড়ে ডুবিয়ে
আমি লজ্জায় ডুবে গেলাম |
অনুভব করলাম এক অজানা ইউফোরিয়া
প্রেম আমার আলিঙ্গনের সীমানার মধ্যে
করে খালি রাজত্ব |