ছন্দে থাকে প্রোটোকল
ব্যাকরণ মানি-না
কবিতা লিখতে গিয়ে
কথা খুঁজে পাই-না |
**
ভাবলাম চুরি করে
লিখি আমি কবিতা
ধরা পড়লে প্রেস্টিজ পাঙ্কচার
জানো তুমি সবিতা |
**
বিরিয়ানী-র মতো আমি
খুঁজি কবিতার রেসিপি
গুগুল মামা দিলো ধমক
'নট ফাউন্ড' জিলাপি |
**
গুগুল কে শুধালাম
তোমার সব দিকে দৃষ্টি
খরা মরু হৃদয়ে মোর
দাওনা একটু শব্দের বৃষ্টি |
**
ভক্ত আমি এ আসরের
তাই করি অনুরোধ
দাওনা কিছু টিপস কবি
শেখাও মিষ্টি বাংলা বোধ |
**
যে ভাষা মরমে পশি
আকুল করে তোলে প্রাণ
মূর্ত করে তোলো হে ঈশ্বর
বাজাও হৃদয়ে বীণার তান |