মা
মানে
মমতা,
মন্দাকিনী,
প্রীতিদায়িনী
আলোর টুকরো !
সুন্দর মনোরম
আনন্দদায়িনী সুধা !
উষারাগরঞ্জিতা উর্মি !
অলোপা,অলকানন্দা ইতু !
মা ডাক শোনার জন্যে নারীরা
অপেক্ষা করে থাকে সেই দিনের,
কচি গলায় শিশুটি ডেকে উঠবে,
মা বলে ঝাঁপিয়ে পড়বে মায়ের কোলে !!