এক :
ভালোবাসা'র নাম করে
দিলে শুধু যন্ত্রণা
মানুষ আমি যন্ত্র নই
একথা কেন বোঝো না ?
দুই :
চায়ের কাপে চুমুক দিয়ে
ফ্রাসটেটিং লিরিক লিখে যাবো ,
অনিচ্ছা সত্ত্বেও আরেকবার দেখা হলে
তোমায় অতিক্রম করে যাবো |
তিন :
অনির্ণীত হয়েছে আমার
হৃদয়বিদারক ভূখণ্ড ,
অচিনের পথে পালিয়েছে সে
ভাবলো আমায় পাষণ্ড |
চার :
পুরোনো প্রেমিকার কথা ভেবে
মন মিলিয়ে যেতে চায় হাওয়ায় ,
সমস্ত শরীর নিমজ্জিত হয়ে যায়
পরে থাকে নিশ্চুপ নীরবতায় |
পাঁচ :
ভালবাসি বলে খালি তুমি
মিথ্যে গল্প বানিয়েছো
রোদে পুড়ে ধূলিসাৎ হলাম আমি
ভালোবাসার নামে হাতকড়া পরিয়েছো |
ছয় :
প্রস্থান নিলে যখন একেবারে
বেজেছিল মনে আছে তোমার হাতের চুড়ি,
তখন বিলাপী বুকে বিঁধেছিলো
কলিজা বরাবর একটি ছুরি |