হাই
মাই ডিয়ার গণতন্ত্র :

তুমি কলকলতন্ত্র পরাক্রান্ত ,
আর আমাদের হৃদকম্প ,
তোমার আছে শক্ত সুঠাম পেশীতন্ত্র |
ঘুরিয়ে যাবে কতদিন আর অর্থনৈতিক আর নৈতিকত্তার চাকা ?
দেশের নিয়েছো ঠিকাদারি জানি ,
আমাদের নয় তাও মানি |
গরিবদের শোষণের চেয়ে আনন্দ আর কিছুতে নেই তোমার ,
বিশাল অট্টালিকা থেকে নীচে একবার তাকিয়ে দেখো ,
তোমার ওই শোষণ যন্ত্র তাদের পিষে মারছে |
তোমাদের ড্রেনে ফেলে দেয়া বিরিয়ানি খেয়ে তারা বেঁচে আছে |
তবে তাতে আছে বোটকা পঁচা গন্ধ |
পলিথিনের ঘরে শীতেরা বিদ্রুপের হাসি হাসে  |
কতদিন আর মিথ্যে কথা বলে চালাবে দেশটা ?
বাজিয়ে চলেছো খালি গণতন্ত্রের বাঁজরা |

একটু সবুর করো
আমজনতা তেড়ে আসছে তোমাদের দিকে  ,
দেখবে তখন মহাপ্রলয় আর পিটুনি কাকে বলে |
জনতা সেদিন হয়ে যাবে বেপরোয়া |
ভেঙে চুরমার করে দেবে তোমার সাধের অট্টালিকা ,
যেমন করেছিল রুমানিয়া'র "'চেচেস্ক'র "  প্রাসাদ
"ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি" ?