হে বিকারগ্রস্থ !
তুমি কোন ব্যাধিতে আক্রান্ত ?
সভ্যতার চেকআপে তুমি অনুতীর্ণ |
ভিড় ট্রামবাসে কেন হামলা চালাও
মা বোনেদের স্তন ছোঁবার চেষ্টা করে ?
এইভাবে জীবনরস ছেঁকে নিচ্ছ বুঝি ?
শোনো পরান খুলে শোনো
তুমি কি ভালোবাসো তোমার মা কে ?
তুমি কি ভালোবাসো তোমার বোনকে ?
না তুমি ভালোবাসোনা তাদের
নাহলে তোমার কামাগ্নি ক্ষীপ্র হতোনা ভীড়ের মধ্যে |
তোমার ফাইনাল ডেসটিনি কি তা জানো ?
জনসম্মুখে ন্যুড হতে হবে কোনোদিন ধরা পড়ে |
টুপ্ করে নিভে যাবে যৌন ব্যাটারি |
তাই তোমাকে দিলাম আগাম সতর্কবাণী ,
অভিষেকের আগেই ভালোবাসা হারাবে
নতুন বিয়ে করা স্ত্রীর |
বিলাপী সুরে প্রস্থান নিতে হবে |