মাঝে মাঝে স্মৃতির মধ্যে ভেসে ওঠে
ডেটিং এর দিনগুলো |
স্মৃতির বারুদগুলো
মগজটাকে করে দেয় ছিন্নভিন্ন |
অনেক দুর্বল মুহূর্তে
কত বিমূর্ত- ওষ্ঠ কেঁপে উঠেছে
কত প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে |
ডেটিং তো আর
বিবাহপূর্ব কোনো উইল নয় ?
ডেটিং মানেই বিবাহের চুক্তিপত্র নয় |
আশেপাশের মানুষগুলোর কানাঘুষা শুনে
অতিষ্ট লাগতো |
উইশ-লিস্টে তুলে রাখা ইচ্ছাগুলো
সবই পাঠাতে হলো শেষ পর্যন্ত্য
তোমার বিবাহ বাসরে |
বেকারত্বের বিমর্ষ চেহারা দেখে দেখে
তুমিও হয়ে পড়েছিলে ক্লান্ত |
ক্ষত এখনো আমার শুকোয়নি |
বিয়ে করেছো যখন
কার্পণ্য না করে বন্দি পাখিগুলোকে
ছেড়ে দিয়ো তোমার স্বামীর কাছে |