হৃদয়ের সংবিধান সংজ্ঞাহীন ,
বৈধতার লেশমাত্র নেই সেখানে !
নেই কোনো লজ্জার বালাই !
ভায়োলেন্স আছে . ভাবনা আছে ,
ভাবনার চেয়েও বেশি ক্ষত আছে ,
বিঁধে যায় গভীরে |
যুক্তির ধার ধারেনা সে
যন্ত্রনা দেয় ,
ব্যথা বেদনা বোঝেনা !
অনিচ্ছা স্বত্তেও অনেক কিছু ঘটে যায় ,
সংযম ছাড়িয়ে যায় শিরা-উপশিরায় |
মাথার ভাবনাগুলো তেড়ে আসে রাতবিরেতে ,
বীর্য্যত্যাগ না হওয়া পর্য্যন্ত পোকাগুলো মরেনা |
স্বৈরাচারী সংবিধানগুলো মুখ থুবড়ে পড়ে ,
একদিন শেকল চিরে অচিনের পথে পালিয়ে যায় ||